সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ধীরে ধীরে এমন একটি নীতি গ্রহণের দিকে এগোচ্ছে, যা ট্রান্সজেন্ডার নারী অ্যাথলেটদের নারী বিভাগে প্রতিযোগিতা থেকে বাদ দিতে পারে। বিভিন্ন সূত্র জানাচ্ছে, নতুন আইওসি প্রেসিডেন্ট কির্সটি কভেন্ট্রির “নারী ক্যাটাগরি সুরক্ষা” প্রতিশ্রুতির ফলে আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যেই এ ধরনের নীতি কার্যকর হতে পারে। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য দ্বন্দ্বও এড়াতে পারে, যিনি এরই মধ্যে ট্রান্সজেন্ডার নারীদের নারী খেলায় অংশগ্রহণ নিষিদ্ধ করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তবে আইওসির অভ্যন্তরে ডিএসডি (DSD) অ্যাথলেটদের বিষয় নিয়ে মতভেদ রয়েছে—যারা জন্মের সময় নারী হিসেবে নিবন্ধিত হলেও তাদের পুরুষ ক্রোমোজোম বা টেস্টোস্টেরন মাত্রা রয়েছে। বিশ্ব অ্যাথলেটিক্স ইতোমধ্যেই তাদের নারী বিভাগ থেকে নিষিদ্ধ করেছে, যদিও ফিফা এখনও তাদের অনুমতি দেয়। সম্প্রতি আইওসি সদস্যদের সামনে উপস্থাপিত একটি বিজ্ঞানভিত্তিক পর্যালোচনায় পুরুষ বয়ঃসন্ধির স্থায়ী শারীরিক প্রভাব তুলে ধরা হয়। জল্পনা বাড়লেও আইওসি বলেছে, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।