অভ্যন্তরীণ বাণিজ্যের আড়ালে প্রায় ৩৪ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের এমডি ওয়াসিউর রহমানকে গ্রেফতার করেছে সিআইডি। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, জনতা ব্যাংকের দিলকুশা লোকাল অফিস থেকে অটম লুপ অ্যাপারেলস লিমিটেডে তিনটি এলসি বা সেলস কন্ট্রাক্ট গ্রহণ করে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী রপ্তানির চার মাসের মধ্যে রপ্তানি মূল্য দেশে ফেরত আনার বাধ্যবাধকতা থাকলেও তা ফেরত আনেনি। সিআইডির তদন্তে আরও উঠে আসে অটম লুপ অ্যাপারেলস ইচ্ছাকৃতভাবে রপ্তানিমূল্য দেশে না এনে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অর্থপাচারে লিপ্ত হয়েছে। আসামি ও তার সহযোগীদের বিদেশে কোনো অবৈধ সম্পদ রয়েছে কিনা, সে বিষয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়াও সালমান এফ রহমানের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।
অভ্যন্তরীণ বাণিজ্যের আড়ালে প্রায় ৩৪ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের এমডি ওয়াসিউর রহমানকে গ্রেফতার করেছে সিআইডি।