Web Analytics

বরখাস্ত সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ৮ জন আসামীকে আদালতে হাজির করার পর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ঘুরে ছাড়পত্র, সার্টিফিকেট এবং নিহত ও আহত ব্যক্তির শরীর থেকে বুলেটসহ নানান আলামত জব্দ করা হয়েছে। ফরেনসিক যাচাই-বাছাই শেষে বিভিন্ন ভিডিও যুক্ত করা হবে তদন্ত প্রতিবেদনে। অপরদিকে আসামি জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনের কপি ও আইনি বই চেয়ে আবেদন করেন। আত্মপক্ষ সমর্থনের সময় এখনো হয়নি বলে প্রসিকিউশন আপত্তি জানিয়েছে।

Card image

Person of Interest

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।