শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে ভারতে বসবাসকারী নারী ও শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। দুই বছর আগে ক্যানসার আক্রান্ত আমজাদ আলীর চিকিৎসার জন্য তারা ভারতের দিল্লির ফরিদাবাদে গিয়েছিলেন। আমজাদ আলী মৃত্যুর পর বাকিরা সেখানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে বৈধ কাগজপত্র না থাকার কারণে গৌহাটিতে নিয়ে আসে এবং পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। আটককৃতরা সাতক্ষীরার তালা উপজেলার শাহাজাদপুর এলাকার বাসিন্দা। তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।