Web Analytics

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, চীনের ব্রহ্মপুত্রে জলবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের জন্য পানি প্রত্যাহারের কোনো ঝুঁকি নেই বলে দেশটির রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন। নতুন প্রযুক্তিতে ধাপে ধাপে পানি ব্যবহারের কথা জানিয়ে রাষ্ট্রদূত জানান, প্রকল্পে সেচের ব্যবস্থাও নেই। বাংলাদেশের লক্ষ্য হলো—এই ধরনের প্রকল্পে যেন ক্ষতি না হয় বা সীমিত থাকে। তিনি আরও বলেন, নদীগুলোর উৎস দেশের বাইরে হওয়ায় উজানে নির্মাণ ঠেকানো সম্ভব নয়। একইসঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বলেন, পারস্পরিক সম্মান ও পারস্পরিকতার ভিত্তিতে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ। ভারতের পাঠানো চিকিৎসক দল নিয়ে বলেন, দুর্ঘটনায় যে দেশগুলো সহায়তা দিতে চেয়েছে, ভারতও তাদের মধ্যে অন্যতম।

25 Jul 25 1NOJOR.COM

চীনের ব্রহ্মপুত্রে জলবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের জন্য পানি প্রত্যাহারের কোনো ঝুঁকি নেই বলে দেশটির রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন: পররাষ্ট্র উপদেষ্টা

Person of Interest

logo
No data found yet!