এক পথসভায় সারজিস আলম বলেন, ‘আমরা দেখেছি, বাবা নেতা, এরপর ছেলে, তারপর নাতিও নেতা। প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি নির্দিষ্ট প্রতীকে চোখ বুজে ভোট পড়ে যাচ্ছে। এ অন্ধ আনুগত্যই পরিবারতন্ত্রের এক বিপজ্জনক রূপ। ভেবে দেখতে হবে—যাকে আমরা ভোট দিচ্ছি, তিনি কি সত্যিই যোগ্য? তিনি কি জনগণের পাশে দাঁড়ান? যদি দাঁড়ান—তাহলে তিনি যে দলেরই হোন না কেন, তাকেই আমাদের সমর্থন করা উচিত। তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।’ আরও বলেন, ‘ছাত্রজনতার নেতৃত্বে দেশে যে গণঅভ্যুত্থান ঘটেছে তার রাজনৈতিক রূপদানের দায়িত্ব নিয়েছে এনসিপি। সারজিস বলেন, ‘নদী ভাঙন, চিকিৎসাহীনতা, বেকারত্বসহ নানা সংকটে বছরের পর বছর ধরে সুন্দরগঞ্জের মানুষ বঞ্চনার শিকার হয়ে এসেছে। আজকের এ উপস্থিতি বলে দিচ্ছে, মানুষ আর পরিবর্তনের স্বপ্ন দেখে না। পরিবর্তনের জন্য প্রস্তুত।
যে নেতা মানুষের কথা বলেন, জনকল্যাণে কাজ করেন, তিনি যেই দলেরই হোন না কেন তাকেই ভোট দিয়ে বিজয়ী করতে হবে: সারজিস