চট্টগ্রামের পটিয়ায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ছাত্রলীগ নেতা শোয়াইব-উল ইসলাম ফাহিমের সেলফি ও ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ১৭ ডিসেম্বর রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের বড়লিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সভাপতি ফাহিমকে গ্রেপ্তার করে পুলিশ। তবে হেফাজতে থেকেও তিনি মোবাইল ফোন ব্যবহার করে একাধিক স্ট্যাটাস ও ছবি পোস্ট করেন, যার মধ্যে এক পুলিশ সদস্যের ঘুমন্ত ছবিও ছিল।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর জনমনে প্রশ্ন উঠেছে, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কীভাবে একজন আসামি মোবাইল ব্যবহার করতে পারে। পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, ফাহিম শরীরে অন্তর্বাসে মোবাইল লুকিয়ে রেখেছিল, যা পরে জব্দ করা হয়। তাকে সন্ত্রাস দমন আইনে আদালতে পাঠানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশি তদারকি ও হেফাজত ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বিষয়টি তদন্তের দাবি তুলেছেন।