‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২০ জুলাই রোববার চট্টগ্রামে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কেন্দ্রীয় নেতারা কর্মসূচিতে অংশ নেবেন। আগামীকাল ১৯ জুলাই কক্সবাজারে শুরু হবে দুই দিনের এ কর্মসূচি, যার আওতায় বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামে কর্মসূচি অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতাদের বরণ ও কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় নেতারা।
আগামী ২০ জুলাই রোববার চট্টগ্রামে ‘জুলাই সনদ’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করবে এনসিপি