Web Analytics

নওগাঁর ধামইরহাট সীমান্তে বাংলাদেশ বিজিবির অভিযানে প্রায় ২৯ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। শনিবার দিবাগত রাতে ১৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা চকশব্দল গ্রামের সরিষাক্ষেত থেকে ১৪ হাজার ৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন। অভিযানে নেতৃত্ব দেন চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মেহেদী হাসান। পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

একই রাতে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার বাদশা আলমগীরের নেতৃত্বে উস্তমাবাদ এলাকা থেকে ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ জব্দ করা হয়। উভয় অভিযানই বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত হয় এবং জব্দকৃত মাদকদ্রব্যের কোনো মালিক শনাক্ত করা যায়নি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

17 Jan 26 1NOJOR.COM

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ২৯ লাখ টাকার মাদক জব্দ

Person of Interest

logo
No data found yet!