প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে চারটি অধ্যাদেশের খসড়া ও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত খসড়াগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ ২০২৬, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ ২০২৬, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ বনজ শিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ ২০২৬। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রণীত ‘হার্ট ন্যাশনালি ডিটারমাইন কন্ট্রিবিউশন (এনডিসি-৩)’ পরিকল্পনাও ভূতাপেক্ষ অনুমোদন পেয়েছে।
প্রেস সচিব শফিকুল আলম জানান, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশে ডাটা লোকালাইজেশন সংক্রান্ত বিধান শিথিল করা হয়েছে এবং কোম্পানির ক্ষেত্রে কারাদণ্ডের পরিবর্তে অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। শিল্পকলা একাডেমি সংশোধনে বিভাগ সংখ্যা নয়টিতে উন্নীত করা হয়েছে এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। বনজ শিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশে ১৯৫৯ সালের কাঠামো আধুনিকীকরণ করে টেকসই সম্পদ ব্যবহার ও পণ্য বৈচিত্র্যের সুযোগ রাখা হয়েছে। এনডিসি-৩ পরিকল্পনায় ২০৩৫ সালের মধ্যে ৮৪.৯৭ মিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নতুন বিধানগুলো বিদেশি বিনিয়োগ, ক্লাউডভিত্তিক সেবা, পরিবেশ সংরক্ষণ ও সাংস্কৃতিক অন্তর্ভুক্তিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশে চারটি অধ্যাদেশ অনুমোদন ও হালনাগাদ জলবায়ু পরিকল্পনার ভূতাপেক্ষ অনুমোদন