জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন একজন সফল মানুষ ও অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি, যিনি ছোটবেলা থেকেই ইসলামের অনুসারী ছিলেন। স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ক্রন্দন কণ্ঠে তাহের বলেন, আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করি, তাকে যেন জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করেন। নামাজে জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেম ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
ব্যারিস্টার রাজ্জাকের কফিনে কান্নায় ভেঙে পড়লেন জামায়াতের নায়েবে আমির তাহের