বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামে ধান ব্যবসায়ী হামিদুল মণ্ডল (৩৮)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয়রা ধানের খেতে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। নিহত হামিদুল ওই গ্রামের মোন্তাজ মণ্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, তার নাক ও শরীরের কিছু অংশে রক্তের দাগ ছিল, তবে মৃত্যুর কারণ কেউ নিশ্চিত করতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে টাকা লেনদেনের কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন হামিদুল মণ্ডল, কিন্তু রাতে আর ফেরেননি। পরদিন সকালে ধানের খেতে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। শেরপুর থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
ময়নাতদন্তের ফলাফলের পর হামিদুল মণ্ডলের মৃত্যুর কারণ স্পষ্ট হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ