Web Analytics

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, কয়েকটি রাজনৈতিক দল ও একটি ইসলামি দল দেশি-বিদেশি মদদে আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। শুক্রবার পল্লবী ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন, দেশে নির্বাচনি উৎসবের পরিবেশ তৈরি হলেও কিছু মহল তা ব্যাহত করার চেষ্টা করছে। তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, ১৯৭১ সালে যারা রাজাকারের ভূমিকা নিয়েছিল, তারাই এখন দেশ পরিচালনার কথা বলছে। ঢাকা-১৭ আসনে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে তিনি বলেন, যারা পতাকার মর্যাদা বোঝে না, তারা দেশের কল্যাণও করতে পারবে না। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের দ্বারে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান এবং নির্বাচিত হলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেন।

29 Nov 25 1NOJOR.COM

বিএনপি নেতা আমিনুল হকের অভিযোগ, প্রতিদ্বন্দ্বী দলগুলো জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে

Person of Interest

logo
No data found yet!