বাংলাদেশ ২০ জুন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পানি কনভেনশনে যোগ দেয়, যার ফলে এটি দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বে ৫৬তম দেশ হিসেবে এ চুক্তির অংশ হলো। এই উদ্যোগ গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা সহ ৫৭টি আন্তঃসীমান্ত নদীর যৌথ ব্যবস্থাপনা উন্নত করতে সাহায্য করবে, যা পানি নিরাপত্তা, পরিবেশগত স্থিতিশীলতা ও আঞ্চলিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কনভেনশনটি টেকসই পানি ব্যবস্থাপনার জন্য আইনি কাঠামো প্রদান করে। বাংলাদেশ ২০১২ সাল থেকে এই কনভেনশনের সাথে যুক্ত এবং ২০২৬ সালের জাতিসংঘ পানি সম্মেলনের পূর্বে পূর্ণ সমর্থন পাবে।
জাতিসংঘ পানি কনভেনশনে যোগ দেওয়া প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ