ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদীব শাহরিয়ার জামানকে মারধরের অভিযোগ উঠেছে মিরপুর সুপার লিংক (৩৬ নম্বর) বাসের ড্রাইভার এবং হেল্পারের বিরুদ্ধে। এ ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে শিক্ষকদের বিএনপিপন্থী সংগঠন সাদা দল। বিবৃতিতে ভুক্তভোগী শিক্ষকের প্রতি সহমর্মিতা জানিয়ে বলা হয়, তাকে শত মানুষের সামনে মারধর করা হয়েছে। তিনি ভর্তি পরীক্ষার্থীদের স্বার্থে বারবার সময় নিয়ে যাত্রী বাস দাঁড় করিয়ে যাত্রী তোলার প্রতিবাদ জানান। এতে হুমকি দিয়ে মারধর করার ঘটনায় ন্যায্য বিচার দাবি করে সাদা দল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এক্ষেত্রে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।