হবিগঞ্জের বাহুবল উপজেলার তঘলি গ্রামের কৃষক সেলিম মিয়া থাইল্যান্ড-ভিয়েতনামে জনপ্রিয় সবজি স্কোয়াশ চাষে সফল হয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে তিনি শীত মৌসুমে ১৩ শতক জমিতে পরীক্ষামূলকভাবে স্কোয়াশ চাষ করেন। এতে তার খরচ হয় প্রায় আট হাজার টাকা এবং তিনি আশা করছেন ৫০ থেকে ৬০ হাজার টাকার স্কোয়াশ বিক্রি করতে পারবেন। বীজ বপনের দেড় মাস পর গাছে ফল আসতে শুরু করে।
উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম জানান, তিনি সার্বিকভাবে পরামর্শ দিয়েছেন এবং সেলিম মিয়ার সফলতা দেখে অন্য কৃষকরাও স্কোয়াশ চাষে আগ্রহী হচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু বলেন, স্কোয়াশ বিদেশি সবজি হলেও যারা চাষ করেছেন তারা লাভবান হয়েছেন। তিনি জানান, আগামী মৌসুমে স্কোয়াশসহ ব্রকলি, ক্যাপসিকাম ও রেড ক্যাবেজের মতো বিদেশি সবজি চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
চিন্ময় কর অপু আরও বলেন, স্কোয়াশে ভিটামিন এ, সি, ই, বি-৬ এবং ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, আয়রনসহ নানা পুষ্টি উপাদান রয়েছে। নিয়মিত স্কোয়াশ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ডায়াবেটিস, ক্যানসার ও হৃদরোগ প্রতিরোধে সহায়ক।
হবিগঞ্জে স্কোয়াশ চাষে সেলিম মিয়ার সফলতা, কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে