Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপার নিবন্ধন পুনর্বহাল করেছে এবং দলটির নতুন প্রতীক হিসেবে ‘চশমা’ অনুমোদন দিয়েছে। ২০০৮ সালে নিবন্ধিত এই দলটির নিবন্ধন ২০২১ সালের জানুয়ারিতে শর্ত পূরণ না করায় বাতিল করা হয়েছিল। দলটির সভাপতি তাসমিয়া প্রধানের দায়ের করা রিটের পর চলতি বছরের মার্চে হাইকোর্ট নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়।

৯ ডিসেম্বর প্রকাশিত গেজেটে ইসি জানায়, দলটি এখন নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে। একই সঙ্গে দলটির নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপা’ হিসেবে এবং প্রতীক ‘হুক্কা’ থেকে পরিবর্তন করে ‘চশমা’ নির্ধারণ করা হয়েছে। দলীয় নেতারা এই সিদ্ধান্তকে রাজনৈতিক স্বীকৃতি ও সাংগঠনিক পুনর্জাগরণের প্রতীক হিসেবে দেখছেন।

নিবন্ধন পুনর্বহালের ফলে জাগপা ভবিষ্যতের জাতীয় ও স্থানীয় নির্বাচনে নতুন প্রতীকে অংশ নিতে পারবে। বিশ্লেষকদের মতে, এটি আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় ইসির দলীয় নিবন্ধন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার প্রচেষ্টার অংশ।

09 Dec 25 1NOJOR.COM

ইসি জাগপার নিবন্ধন পুনর্বহাল করে নতুন প্রতীক ‘চশমা’ বরাদ্দ দিয়েছে

Person of Interest

logo
No data found yet!