জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিরুদ্ধে ইরানজুড়ে বিক্ষোভ টানা পঞ্চম দিনে গড়ায় বৃহস্পতিবার। হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে অংশ নেন, যেখানে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ৩০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লোরেস্তান প্রদেশের আজনা শহরে অন্তত তিনজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। রাজধানী থেকে প্রায় ৪৭০ কিলোমিটার দক্ষিণে চাহারমহল ও বাখতিয়ারি প্রদেশের লর্ডেগান শহরে আরও দুইজন নিহত হন। পশ্চিমাঞ্চলীয় কুহদাশত শহরে এক নিরাপত্তা সদস্য নিহত হওয়ার খবরও জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন। অনলাইনে ছড়ানো ভিডিওতে রাস্তায় আগুন ও গুলির শব্দ শোনা গেছে।
কিছু বিক্ষোভকারী প্রশাসনিক ভবন, মসজিদ ও ব্যাংকে পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার শেল ছোড়ে। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে গত ২৯ ডিসেম্বর থেকে এই বিক্ষোভ শুরু হয়।
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ইরানে পঞ্চম দিনের বিক্ষোভে নিহত ৬