আওয়ামী লীগের শাসনামলে ন্যূনতম সাংবাদিকতার চেষ্টাকারীরাও নির্যাতনের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, শেখ হাসিনার আমলে সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল প্রশংসা শোনা, প্রশ্ন নয়। গণমাধ্যমের স্বাধীনতা হরণ ছিল জুলাই বিদ্রোহের অন্যতম কারণ। তিনি জানান, শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের পোস্টারগুলোর মাধ্যমে এই দমন-পীড়ন ও লুটপাটের চিত্র ফুটিয়ে তুলেছেন। এসব পোস্টার ‘জুলাই পুনর্জাগরণ’ প্রোগ্রামের অংশ।
আওয়ামী লীগের শাসনামলে ন্যূনতম সাংবাদিকতার চেষ্টাকারীরাও নির্যাতনের শিকার হয়েছেন: উপদেষ্টা আসিফ মাহমুদ