চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় কাজ করে চাকসু, ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠন। এ বছর চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিটে মোট ৪ হাজার ১৬৫টি আসনের বিপরীতে ২ লাখ ৩৩ হাজার ৩২৭ শিক্ষার্থী অংশ নিচ্ছেন, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৬ জন।
চাকসু ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছয়টি তথ্য কেন্দ্র, ছয়টি অভিভাবক প্যাভিলিয়ন ও দুটি মেডিকেল বুথ স্থাপন করে। খাবার দোকান ও যানবাহনে অতিরিক্ত ভাড়া বা অনিয়ম রোধে তিনটি টহল টিম গঠন করা হয় এবং অভিযোগ জানানোর জন্য একটি নম্বর প্রকাশ করা হয়। ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রায় দুইশো স্বেচ্ছাসেবক তথ্য, কলম, পানি ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে। সংগঠনগুলোর নেতারা জানান, তারা পরীক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছেন।
চাকসুর নেতাদের মতে, এ বছর সক্রিয় ছাত্র সংসদ থাকায় পরীক্ষার্থীরা আগের বছরের তুলনায় ভালো অভিজ্ঞতা পেয়েছেন।
চবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে ছাত্রসংগঠনগুলো