জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দীর্ঘ আইনি লড়াই-সংগ্রাম করেছি। তিনি বলেন, মহান আল্লাহ তায়ালার খাস মেহেরবানীতে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ নিবন্ধন আদালতের রায়ের সূত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অফিসিয়ালি ফিরে পেলাম। এজন্য মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে তৃপ্তির সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আরো বলেন, একটি গণতান্ত্রিক দলের উপর পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকার জুলুম চালিয়েছিল, আমাদের অধিকারগুলো কীভাবে কেড়ে নিয়েছিল সব ইতিহাস দেশবাসীর জানা আছে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মহান আল্লাহ তায়ালার খাস মেহেরবানীতে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ নিবন্ধন আদালতের রায়ের সূত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অফিসিয়ালি ফিরে পেলাম: গোলাম পরওয়ার