Web Analytics

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপদেষ্টাদের অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শুধু ছাত্র উপদেষ্টা নয়, সরকারের সঙ্গে যুক্ত আরও কয়েকজনও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ভাবছেন। তিনি বলেন, পদে থেকে নির্বাচন করলে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে, তাই নির্বাচনে অংশ নিতে হলে আগে পদত্যাগ করা উচিত। আসিফ মাহমুদ আরও জানান, তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হলেও কোন আসন থেকে বা কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনো নির্ধারণ করেননি। তার এই মন্তব্যে অন্তর্বর্তী সরকারের সদস্যদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

28 Nov 25 1NOJOR.COM

আসিফ মাহমুদ বললেন, পদত্যাগ করলে অন্তর্বর্তী উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে পারবেন

Person of Interest

logo
No data found yet!