চীনের অনলাইন বিক্রেতারা নতুন এক প্রতারণার মুখে পড়েছেন, যেখানে কিছু ক্রেতা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পণ্যের ভুয়া ক্ষতিগ্রস্ত ছবি তৈরি করে রিফান্ড দাবি করছে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ক্রেতারা প্রথমে আসল পণ্যের ছবি তুলে পরে এআই দিয়ে সেটিকে নষ্ট বা ভাঙা দেখায়। ফল, ইলেকট্রিক টুথব্রাশ, পোশাক ও সিরামিক পণ্যের বিক্রেতারা এমন ঘটনার শিকার হয়েছেন। একাধিক ক্ষেত্রে এআই-ডিটেকশন পরীক্ষায় ছবিগুলো কৃত্রিমভাবে তৈরি বলে প্রমাণিত হয়েছে। এসব প্রতারণা নৈতিক ও আইনি উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে ডাবল ইলেভেন শপিং উৎসবের সময়। প্রতারণা ঠেকাতে আলিবাবার টাওবাও ও টিমল ‘রিফান্ড অনলি’ অপশন বাতিল করেছে এবং ক্রেতাদের ক্রেডিট স্কোর নির্ধারণের ব্যবস্থা নিয়েছে। এছাড়া, ১ সেপ্টেম্বর থেকে চীন সব এআই-নির্মিত কনটেন্টে দৃশ্যমান ও অদৃশ্য চিহ্ন বাধ্যতামূলক করেছে, যাতে ভুয়া তথ্য ও প্রতারণা কমানো যায়।
এআই সম্পাদিত ভুয়া পণ্যের ছবি চীনের ই-কমার্সে রিফান্ড প্রতারণা বাড়াচ্ছে