নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে একটি মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে অন্তত সাতজন মুসল্লি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজ চলাকালে এ বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্র জানায়, এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। জিহাদবিরোধী মিলিশিয়া নেতা বাবাকুরা কোলোর মতে, এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে। পুলিশের মুখপাত্র নাহুম দাসো বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে জানান, বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে কাজ করছে।
ঘটনাস্থল গামবোরু বাজার এলাকা পূর্বে বিদ্রোহী হামলার জন্য পরিচিত। বিস্ফোরণের পর মাইদুগুরিতে কর্মরত একটি আন্তর্জাতিক এনজিও তাদের কর্মীদের ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। বর্নো রাজ্য দীর্ঘদিন ধরে বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)-এর সহিংসতার কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে ২০০৯ সাল থেকে অন্তত ৪০ হাজার মানুষ নিহত ও প্রায় ২০ লাখ বাস্তুচ্যুত হয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে বড় হামলা কমলেও বিশ্লেষকদের মতে, বিদ্রোহী গোষ্ঠীগুলোর হামলা চালানোর সক্ষমতা এখনো বিদ্যমান, যা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলছে।
মাইদুগুরির মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত সাতজন মুসল্লি নিহত