Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানাআনি বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের জবরদস্তিমূলক আচরণ ও বৈশ্বিক হস্তক্ষেপের কারণে দেশটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্প্রতি তুরস্ক, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল তেহরানে কূটনৈতিক আলোচনায় অংশ নেয়। বাঘাই বলেন, ইসরাইল এখনো অঞ্চলের সবচেয়ে বড় হুমকি এবং লেবানন, সিরিয়া ও গাজায় যুদ্ধবিরতি শত শতবার লঙ্ঘন করে বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের লাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে হস্তক্ষেপেরও সমালোচনা করেন, যেমন ভেনেজুয়েলা, কিউবা, নিকারাগুয়া, ব্রাজিল, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রের আকাশসীমা বন্ধের সিদ্ধান্তকে তিনি আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী বলে উল্লেখ করেন। বাঘাই বলেন, ইসরাইলকে নিঃশর্ত সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র দখলদার সরকারের অপরাধে অংশীদার হয়েছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া।

02 Dec 25 1NOJOR.COM

ইরান বলছে, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় হুমকি

Person of Interest

logo
No data found yet!