Web Analytics

প্রায় ছয় বছর বন্ধ থাকার পর সিলেটের কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপে পুনরায় গ্যাসের সন্ধান মিলেছে। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল প্রামাণিক জানান, কূপটিতে প্রায় ২০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে। প্রতিদিন ৫০ থেকে ৬০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে, যা আগামী ১০ বছর পর্যন্ত সরবরাহ বজায় রাখতে পারবে। ১৯৬১ সালে খনন করা এই কূপটি সর্বশেষ ২০১৯ সালে বন্ধ হয়ে যায়। ২০২৩ সালে পুরাতন কূপগুলো পুনরায় চালুর সরকারি প্রকল্পের আওতায় বাপেক্স আগস্টে কাজ শুরু করে। তিন মাসের কাজ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। দুই থেকে তিন দিনের মধ্যে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে বলে জানানো হয়েছে। এতে প্রায় ৩ হাজার ৩শ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে অনুমান করা হচ্ছে।

20 Nov 25 1NOJOR.COM

কৈলাশটিলা কূপে ২০ বিলিয়ন ঘনফুট গ্যাস আবিষ্কার, শিগগিরই জাতীয় গ্রিডে যুক্ত হবে

Person of Interest

logo
No data found yet!