জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বান জানিয়েছেন যেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সব দলের প্রস্তুতি বিবেচনা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। নাহিদ ইসলাম আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে স্বাগত জানিয়ে বলেন, আদালতের মাধ্যমে এই সংস্কার বাতিলের চেষ্টা অনুচিত। তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে এবং একক প্রতীকের প্রস্তাব প্রত্যাহার করা উচিত নয়। নাহিদ নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসিকে প্রার্থীদের হলফনামা যাচাই ও ব্যয় তদারকিতে কঠোর হতে বলেন। এছাড়া ডিসি-এসপি বদলিতে রাজনৈতিক প্রভাবের আশঙ্কা তুলে ধরে তিনি সতর্ক করেন যে এটি নির্বাচনের নিরপেক্ষতাকে প্রভাবিত করতে পারে। গণভোট সংক্রান্ত প্রচারে সঠিক তথ্য প্রচারের ওপরও তিনি গুরুত্ব দেন।
রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছে এনসিপি