Web Analytics

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভারতের তৈরি তিনটি কাশির সিরাপ নিয়ে সতর্কতা জারি করেছে। এসব সিরাপে বিপজ্জনক মাত্রায় ডায়াথিলিন গ্লাইকোল নামের বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে। শিশুদের জন্য তৈরি এই সিরাপগুলো হলো শ্রেসান ফার্মাসিউটিক্যালের কোল্ডরিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালের রেসপিফরেশ টিআর এবং শেপ ফার্মার রিলাইফ। পরীক্ষায় দেখা গেছে, এসব সিরাপে অনুমোদিত সীমার চেয়ে ৫০০ গুণ বেশি ডায়াথিলিন গ্লাইকোল রয়েছে। গত আগস্টে কোল্ডরিফ সিরাপ খেয়ে ভারতের ১৭ শিশু মারা যায়। এর আগে ২০২৩ সালে একই ধরনের ভারতীয় সিরাপ উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ায় ১৪১ শিশুর প্রাণ নিয়েছিল। ভারতের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসসিও জানিয়েছে, তারা ডব্লিউএইচওর সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং ওষুধের মান নিয়ন্ত্রণ আরও কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছে।

14 Oct 25 1NOJOR.COM

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভারতের তৈরি তিনটি কাশির সিরাপ নিয়ে সতর্কতা জারি করেছে

Person of Interest

logo
No data found yet!