মার্কিন ফেডারেল আপিল আদালত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সাবেক আইনজীবী আলিনা হাবার বিরুদ্ধে ১০ লাখ ডলার জরিমানা বহাল রেখেছে। হিলারি ক্লিনটন ও অন্যান্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা দায়েরের কারণে এই জরিমানা আরোপ করা হয়। তিন বিচারকের বেঞ্চ রায়ে বলেন, মামলাটি সম্পূর্ণ ফ্রিভোলাস এবং রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। আদালত আরও জানায়, ডিস্ট্রিক্ট কোর্ট জরিমানা আরোপে কোনো ক্ষমতার অপব্যবহার করেনি এবং ট্রাম্পের আইনগত যুক্তি দুর্বল ছিল। প্রধান বিচারপতি উইলিয়াম প্রাইয়ার জুনিয়র রায়টি লিখেছেন, যার সঙ্গে যুক্ত ছিলেন বিচারপতি অ্যান্ড্রু ব্রাশার ও এম্ব্রি কিড। ট্রাম্পের আইনজীবী দল জানিয়েছে, তারা বিষয়টি ‘ন্যায্য ও সঠিক ফল পর্যন্ত’ অনুসরণ করবে। ২০২৩ সালে ডিস্ট্রিক্ট কোর্ট মামলাটি খারিজ করে দিয়েছিল।
হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ভিত্তিহীন মামলায় ট্রাম্পের ১০ লাখ ডলার জরিমানা বহাল রাখল আপিল আদালত