বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মধ্যে একটি ফোনালাপ হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের কথা হয়। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু মাস্ককে সরকারের ব্যয় সংকোচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতাবিষয়ক বিভাগের (ডিওজিই) দায়িত্ব দেওয়া হয়েছে। টেসলা, স্পেসএক্স ও এক্স (টুইটার)-এর মালিক, বিশ্বের শীর্ষ ধনী মাস্ক।