নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে তানিশা মনি (১০) নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, মা ও ভাই বেড়াতে গেলে তাকে না নেওয়ায় অভিমানে দাদির অগোচরে ঘরের আঁড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তানিশা। মঙ্গলবার সন্ধ্যায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি স্থানীয় এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।