বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় ছয়জন উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি করেছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জেতী পু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বদলির কারণ বা কোন মন্ত্রণালয়ে কাকে পাঠানো হয়েছে তা উল্লেখ করা হয়নি। প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি ও দায়িত্ব বণ্টনের ভারসাম্য রক্ষার অংশ হিসেবে এ ধরনের বদলি সাধারণত করা হয়। সরকারি প্রশাসনের ধারাবাহিকতা ও কার্যকারিতা বজায় রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞপ্তি জারির পর থেকেই বদলির আদেশ কার্যকর হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে ছয় উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে