রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে গম আমদানির অভিযোগে বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে আবেদন করতে যাচ্ছে ইউক্রেন। কিয়েভের দাবি, রাশিয়ার বন্দর দিয়ে ১.৫ লাখ টনের বেশি চুরি করা গম বাংলাদেশে পৌঁছেছে। একাধিক সতর্কবার্তার পরও ঢাকা সাড়া না দেওয়ায় এই পদক্ষেপ নিচ্ছে ইউক্রেন। ভারতের ইউক্রেনীয় দূত বলেন, এই গম রাশিয়ার সঙ্গে অধিকৃত অঞ্চলের গম মিশিয়ে রপ্তানি করা হচ্ছে। তবে বাংলাদেশ এই অভিযোগ অস্বীকার করেছে, জানিয়ে দিয়েছে তারা কখনো চুরি করা গম আমদানি করে না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।