ইরানের অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য পরিবহনের অভিযোগে ২৯টি জাহাজ এবং তাদের ব্যবস্থাপনা সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, এসব জাহাজ ‘ছদ্ম বহর’-এর অংশ, যারা প্রতারণার মাধ্যমে কয়েকশ মিলিয়ন ডলারের ইরানি তেল পরিবহন করেছে। জাহাজগুলো পুরোনো, মালিকানা অস্বচ্ছ এবং আন্তর্জাতিক মান পূরণে ব্যর্থ বলে অভিযোগ করা হয়েছে।
ওয়াশিংটন জানিয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে জঙ্গি সংগঠনগুলোকে সহায়তার অর্থায়ন বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইরান দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। পাঁচ দফা পরোক্ষ আলোচনার ব্যর্থতা এবং জুন মাসের ১২ দিনের বিমানযুদ্ধের পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন নিষেধাজ্ঞা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়াতে পারে এবং পারমাণবিক আলোচনার পুনরারম্ভ আরও জটিল করে তুলবে। জাতিসংঘে ইরানি মিশন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইরানের ২৯টি তেলবাহী জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা