রোববার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আসামি সাইদুর রহমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গণঅভ্যুত্থানে প্রকাশ্যে গুলি করেছিলেন তিনি। জানা যায়, সূর্যমুখী সেলে ছিলেন তিনি। ওই সেলের জানালার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন। সাইদুর রহমান সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আসামি সাইদুর রহমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গণঅভ্যুত্থানে প্রকাশ্যে গুলি করেছিলেন তিনি।