Web Analytics

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছানোর পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ বিভিন্ন স্থানে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন এলাকা, ডোমেস্টিক টার্মিনাল ও অভ্যন্তরীণ গোলচত্বরে বিজিবি মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি রাজধানীর প্রধান সড়কগুলোতেও পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।

হাদির মৃত্যুর ঘটনায় তার সমর্থকরা হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি মোতায়েন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Person of Interest

logo
No data found yet!