সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের কার্যক্রম শুরু হয়েছে শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে। প্রার্থীরা http://admit.dpe.gov.bd/applicant/login ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড অথবা এসএসসি রোল, বোর্ড ও পাসের সাল ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত, প্রার্থীদের নিজ নিজ জেলায়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের মোবাইলে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে। পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র ও মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি বা স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। প্রবেশপত্রে ওএমআর শিট পূরণের নির্দেশনা ও অন্যান্য পরীক্ষাসংক্রান্ত তথ্য উল্লেখ থাকবে।
অধিদপ্তর জানিয়েছে, বৈধ প্রবেশপত্র ও পরিচয়পত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।
বাংলাদেশে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু