কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের টুকচাঁনপুর চরপাড়ায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ১৫ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় দোকান বন্ধ করার সময় দোকানি ভুলবশত গ্যাস রেগুলেটরের সুইচ বন্ধ না করায় দোকানে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দোকানের সামনে থাকা কয়েকজন স্কুলশিক্ষার্থী ও পথচারী দগ্ধ হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর দগ্ধ ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে হারুন মিয়ার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, বাকিদের ২০ থেকে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১৫ জনের মধ্যে ১২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে