সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠী ওয়াইপিজির ড্রোন হামলায় সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে। আল-নাশওয়া মহল্লার একটি ঘোড়ার খামার লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যাতে নারী ও শিশুসহ আরও অনেকে আহত হন। এই ঘটনার পর সিরিয়া সরকার জানায়, তারা ওয়াইপিজির সঙ্গে একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে।
ওয়াইপিজি পিকেকের সিরিয়ান শাখা, যাকে তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর আগে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) নিজেদের অবস্থান শক্তিশালী করার পর সরকারের সঙ্গে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় বলে জানায় সিরিয়ার সেনাবাহিনী।
সিরিয়ার সেনাবাহিনী আরও জানায়, কুর্দিদের রাষ্ট্র কাঠামোর সঙ্গে একীভূত করার প্রচেষ্টার অংশ হিসেবে দামেস্কে প্রতিরক্ষামন্ত্রীর সহকারী পদে একজন প্রার্থীর নাম দিতে এসডিএফকে অনুরোধ করা হয়েছে।
ওয়াইপিজির ড্রোন হামলায় নিহত ৭, সিরিয়ায় নতুন যুদ্ধবিরতি ঘোষণা