Web Analytics

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তিনি বলেন, এনপিআই বিশ্ববিদ্যালয় স্বল্প ব্যয়ে গ্রামীণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে এবং মানিকগঞ্জের জ্ঞানচর্চার ঐতিহ্যকে তুলে ধরছে। ফরিদা আখতার উল্লেখ করেন, অনেক গ্রামীণ নারী তাদের সন্তানদের শিক্ষার খরচ বহনের জন্য গবাদিপশু পালন করেন, যা উচ্চশিক্ষার গুরুত্বকে আরও স্পষ্ট করে। তিনি কর্মজীবীদের জন্য সন্ধ্যাকালীন কোর্স চালুর প্রশংসা করেন এবং গ্রামীণ মেধাকে সম্মান জানানোর আহ্বান জানান। অনুষ্ঠানে ৪৬৭ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও অতিথিরা বক্তব্য রাখেন।

29 Nov 25 1NOJOR.COM

এনপিআই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ফরিদা আখতার বলেন শিক্ষার্থীরাই গড়বে বাংলাদেশের ভবিষ্যৎ

Person of Interest

logo
No data found yet!