ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা ও এ বছরের শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো স্বেচ্ছা নির্বাসনে থাকায় অসলোতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাচ্ছেন না। নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, তার পক্ষ থেকে মেয়ে আনা কোরিনা মাচাদো পুরস্কার গ্রহণ করবেন এবং মায়ের লেখা বক্তব্য পাঠ করবেন।
গত বছরের আগস্টে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে রাজনৈতিক বিরোধের পর মাচাদো নির্বাসনে যান। দেশটির অ্যাটর্নি জেনারেল সতর্ক করেছেন, তিনি যদি দেশ ছাড়েন, তবে তাকে ‘পলাতক’ হিসেবে গণ্য করা হবে এবং দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন। নোবেল ইনস্টিটিউটের পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হার্পভাইকেন জানিয়েছেন, মাচাদোর অবস্থান সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।
অসলো সিটি হলে আয়োজিত অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রেসিডেন্টসহ লাতিন আমেরিকার কয়েকজন নেতা উপস্থিত রয়েছেন। মাচাদোর অনুপস্থিতি ভেনেজুয়েলার বিতর্কিত ২০২৪ সালের নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক উত্তেজনা আরও স্পষ্ট করে তুলেছে।