নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করবে। সোমবার সকালে সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। একইদিন তিনি খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। পরে সিলেটে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননায় আয়োজিত এক অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে, ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদী বিএনপি: মির্জা ফখরুল