উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ২০ জন নিহতের ঘটনায় তিন দিনের জন্য ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালা স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে; সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বিমানটি উড্ডয়নের পরপরই মাইলস্টোন কলেজের ভবনে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। আহতদের মধ্যে অনেকেই শিক্ষার্থী, আগুনে দগ্ধ হয়েছেন অনেকজন।
উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ২০ জন নিহতের ঘটনায় তিন দিনের জন্য ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালা স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার।