গণতন্ত্র মঞ্চ জানিয়েছে, ৩ জুলাই তারা গণঅভ্যুত্থান দিবসে কর্মসূচি ঘোষণা করবে এবং ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে "জুলাই সনদ" গ্রহণে আশাবাদী। তারা মনে করে, ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থে অভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার সম্ভব। কুমিল্লায় নারীর ওপর বর্বর নির্যাতনের ঘটনায় তারা নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানায়। আগামী ৩ জুলাই নাগরিক ঐক্য কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জুলাই-আগস্ট কর্মসূচি জানাবে। গণতন্ত্র মঞ্চের সভায় উপস্থিত ছিলেন- রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকসহ প্রমুখ।
৩ জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে গণতন্ত্র মঞ্চের কর্মসূচি ঘোষিত হবে। ন্যূনতম ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ গৃহীত হবে: গণতন্ত্র মঞ্চ