মঙ্গলবার নেত্রকোনার কেন্দুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ এ হামলায় প্রাণ হারিয়েছেন একজন। আহত হয়েছেন নারীসহ আরও পাঁচজন। হামলায় নিহত আনিছুর রহমান (৪৩) চান মিয়া ফকিরের ছেলে। জানা গেছে, সাইদুল ইসলামের বাড়ির সামনে পরিবারের কিছু নারী সদস্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় সেখান দিয়ে যাচ্ছিলেন একই এলাকার সাদেক মিয়ার ছেলে আমিন (২৪) এবং বাচ্চু মিয়ার ছেলে সজিবসহ (৩০) কয়েকজন যুবক। ওই নারীদের দেখে তারা অশ্লালীন মন্তব্য করতে থাকে এবং গান গেয়ে ইভটিজিং করে। এর প্রতিবাদ করায় সংঘবদ্ধ আক্রমণ করা হয়!
নেত্রকোনার কেন্দুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ এ হামলায় প্রাণ হারিয়েছেন একজন। আহত হয়েছেন নারীসহ আরও পাঁচজন।