আর্থিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ শান্তিরক্ষায় জাতিসংঘকে সহায়তা অব্যাহত রাখবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৬৮ জন নিহত শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বিশ্ব শান্তিতে বাংলাদেশের অবদান অতুলনীয়। ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং বর্তমানে ৫,১৮০ জন সদস্য ৯টি মিশনে কর্মরত। অনুষ্ঠানে শীর্ষ কর্মকর্তা, কূটনীতিক ও জাতিসংঘ প্রতিনিধি উপস্থিত ছিলেন। দিনটি শুরু হয় ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে “শান্তিরক্ষী দৌড়/র্যালি ২০২৫” আয়োজনের মাধ্যমে।
বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অব্যাহতভাবে অংশ নেবে