নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের মানুষ একটি প্রভাবমুক্ত স্থানীয় সরকার নির্বাচন চায়। তৃণমূল দীর্ঘ সময় নেতৃত্ব শূন্য থাকা উচিত না। রাজনৈতিক নেতারা বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, খাল বিল দখল নিয়ে ব্যস্ত। ইউরোপ আমেরিকায় যদি চাঁদাবাজি ছাড়া রাজনীতি চলতে পারে বাংলাদেশে পারবে না কেন? তিনি বলেন, রাখাইন রাজ্যে এখন কোনো কর্তৃপক্ষ নেই। এই নাজুক অবস্থায় মানবিক করিডোর দিলে পুরো এলাকা অস্থিতিশীল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মান্না বলেন, চলমান আন্দোলনগুলোর ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে। অনেকে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে। ন্যায্য দাবিগুলোর প্রতি সরকারকে শ্রদ্ধাশীল হতে হবে।
রাখাইন রাজ্যে এখন কোনো কর্তৃপক্ষ নেই। এই নাজুক অবস্থায় মানবিক করিডোর দিলে পুরো এলাকা অস্থিতিশীল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে: মান্না