Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের প্রচার সামগ্রী—ব্যানার, পোস্টার, বিলবোর্ড ও আলোকসজ্জা—৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার নাসীর উদ্দিন আহমেদ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে।

১০ ডিসেম্বর ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে স্থানীয় সরকার বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রচার সামগ্রী অপসারণের দায়িত্ব প্রার্থীদের নিজেদের। নির্দেশনা বাস্তবায়নে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত, যাচাই-বাছাই ও আপিল প্রক্রিয়া চলবে জানুয়ারি মাসজুড়ে।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে এটি প্রথম জাতীয় নির্বাচন। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন প্রশাসনিকভাবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Card image

Person of Interest

logo
No data found yet!