ফটিকছড়িতে ফেসবুক লাইভে রক্তমাখা ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার অপরাধে মো. আলমগীর হোসেন (৪৮) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, গত শুক্রবার রাতে আলমগীর ফেসবুক লাইভে এসে হত্যার হুমকি দেন। এ ছাড়া এ সময় তাকে অশ্লীল ভাষায় গালাগাল করতেও দেখা যায়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান অনেকে।
ফটিকছড়িতে ফেসবুক লাইভে রক্তমাখা ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার অপরাধে মো. আলমগীর হোসেন নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।