মঙ্গলবার (৭ জানুয়ারি) ফেলানী হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এক বিবৃতিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার পুনরাবৃত্তিকে গভীর উদ্বেগজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, এসব হত্যাকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের ওপর আঘাত। দলটি অবিলম্বে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জাতীয় মর্যাদা রক্ষায় কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জানায়।
ডা. ইরান বলেন, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সনদের সরাসরি লঙ্ঘন। তিনি অভিযোগ করেন, দেশের ভেতরে সরকারের নীরবতা ও আত্মসমর্পণমূলক আচরণ এসব হত্যাকাণ্ডকে পরোক্ষভাবে উৎসাহিত করছে। ফেলানী হত্যার বিচার অসম্পূর্ণ থাকায় সীমান্ত হত্যাকারীদের দায়মুক্তির সংস্কৃতি আরও বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
লেবার পার্টির বিবৃতিতে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়, যাতে বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকার রক্ষা পায়।
ফেলানী হত্যা দিবসে সীমান্তে হত্যা বন্ধে কূটনৈতিক পদক্ষেপের আহ্বান লেবার পার্টির